আলোকচিত্রী শহিদুলকে হাসপাতালে পাঠানোর নির্দেশ


আগস্ট ৭ ২০১৮

Spread the love

ঢাকা ব্যুরো : আলোকচিত্রী শহিদুল আলমকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তার স্বাস্থ্যগত রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
সোমবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, রবিবার রাতে ধানমন্ডির বাসা থেকে আলোকচিত্রী শহিদুলকে তুলে আনে ডিবি। সম্প্রতি সড়কে নিরাপদ আন্দোলনের মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন শহিদুল।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন