মো. মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো ভক্তের উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদরের ধুলিহর শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে এ রথযাত্রা বের হয়। এ রথযাত্রাটির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর নিজের বাড়ি শ্রাম সুন্দর মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাটিয়া সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরে মাসির বাড়ি গিয়ে শেষ হয়।
রথযাত্রায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সার্বজনীন পুজা মন্দিরের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, সভাপতি গৌর দত্ত, যুগ্ম সম্পাদক বলাই দে, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কুমার মন্টু, কিরণ¥য়, মঙ্গল কুমার পাল, কানাই লাল শাহা, নিখিল, উত্তম দত্ত প্রমুখ।
রথটি আগামী ৯দিন সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরে থাকবে। এই ৯দিনের প্রতিদিন দুপুরে দুই হাজার ভক্তের অন্ন ভোগ করানো হবে এবং সন্ধ্যায় ভাগবত আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী রবিবার উল্টোরথ যাত্রা করবে।
বিশ্বমানবতার মঙ্গল কামনার মধ্য দিয়ে মহা ধুমধামের সাথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় শত-শত ভক্ত হিন্দু নারী-পুরুষ এতে অংশ নেন। আগামী রবিবার রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে উল্টোরথ যাত্রা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, পৌর কাউন্সিলর মো. আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ। ঐ দিন বিকাল সাড়ে ৩টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনঃযাত্রা উল্টোরথ যাত্রা করবে।
Leave a Reply