সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে বুধবার সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মৎস্য অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সদর উপজেলা মৎস্য অফিসার রাশেদুল হক, সহকারী মৎস্য অফিসার লুৎফর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় বছরে ১ লাখ ৩১ হাজার ৫১৬ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। এর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে ৮৫ হাজার ৯৬৮ মেট্রিকটন সাদা মাছ ও চিংড়ি মাছ বিদেশে রপ্তানী এবং দেশের অন্যান্য জেলায় সরবারহ করা হয়।
বক্তারা আরো বলেন, এ বছর ‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালিত হবে। সংবাদ সম্মেলনে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply