শ্যামনগরে শ্রেণি কক্ষ সংস্কার ও টিফিন কর্মসূচির চেক বিতরণ


 শ্যামনগর প্রতিনিধি: সোমবার বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাব-বাংলাদেশের আয়োজনে তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংস্কার ও শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন কর্মসূচির জন্য মোট ২ লক্ষ ২১হাজার ৭শত সাইত্রিশ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংস্কার বাবদ ১ লক্ষ ৭২ হাজার ৮শত টাকা ও শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন কর্মসূচির জন্য ৪৮ হাজার ৯শত সাইত্রিশ টাকা।
চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এসএম মহসীন উল মুলক, উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াসিম উদ্দিন, আজহারুল ইসলাম, সোহাগ হোসেন, তপন কুমার দেবনাথ, মির্জা মিজানুর আলম, সোহাগ আলম, ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ অলিম খাঁন, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া, জোয়ারের নির্বাহী পরিচালক আব্দুর রহমান আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *