ভোমরা স্থল বন্দর কাস্টমস এলাকা থেকে বিজিবি চেকপোষ্ট প্রত্যাহার : আমদানি-রপ্তানী শুরু

সাতক্ষীরা প্রতিনিধি: অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কাস্টমস এলাকা থেকে বিজিবি চেকপোষ্ট প্রত্যাহার করা হয়েছে। এর আগে বিজিবি চেক পোষ্ট সরানোর দাবীতে মঙ্গলবার সকাল থেকে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। টানা ৬ ঘন্টা বন্ধ থাকার পর বিজিবি কর্তৃক চেক পোস্ট প্রত্যাহার করে নেয়ায় আবারো শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, কাস্টমস অ্যাক্টের ৯ ধারা মোতাবেক বন্দর এলাকার মধ্যে আমদানি-রপ্তানিকৃত পন্যে কাস্টমস ছাড়া অন্য কোন সংস্থা হস্তক্ষেপ করতে পারবেনা। কিন্তু ২০১৫ সালের আগষ্ট মাস থেকে অদ্যাবধি পর্যন্ত বন্দর এলাকার চারটি স্থানে বিজিবি অযাচিত হস্তক্ষেপ করে আসছে। এর ফলে ব্যবসায়ীদের সময় নষ্ট, বন্দরে গাড়ি কম প্রবেশ করাসহ নানা সমস্যার কারনণ সরকারের রাজস্ব কমে যাওয়ায় বিজিবির এই চেক পোষ্ট সরানোর দাবিতে সিএন্ডএফ এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন সকাল থেকে আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। এক পর্যায়ে দুপুরে বিজিবি বন্দর এলাকা থেকে চেকপোস্ট সরিয়ে নেয়ার পর আবারো শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে হোসেন জানান, ব্যবসায়ীদের স্বার্থে চেকপোস্ট সরিয়ে নেয়া হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কাজ যথারীতি চলবে। ভোমরা স্থল বন্দর কাষ্টমসের সহকারী কমিশনার সাগর সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *