বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক

ক্রীড়া ডেস্ক: গত মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশের কোচিং দলে নেই ফিল্ডিং কোচ। ৪ মাস পর অবশেষে ফিল্ডিং কোচের শূন্য পদটি পূরণ হলো। দায়িত্বটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান কুক।
আগামী শুক্রবার জ্যামাইকাতে দলের সঙ্গে যোগ দেবেন কুক। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই কোচ।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে।

কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও বেশ দক্ষ কুক। গ্যারি কারস্টেনের একাডেমির প্রধান কোচ ও পারফরম্যান্স ডিরেক্টর ছাড়াও বিগ ব্যাশ লিগ দল হোবার্ট হারিকেন্সের সহকারি কোচ ছিলেন তিনি। এছাড়া সহকারি কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলেরও।

বাংলাদেশের কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত আছেন কারস্টেন। তার পরামর্শে প্রধান কোচ স্টিভ রোডসকে দায়িত্ব দেয় বিসিবি। ধারণা করা হচ্ছে ফিল্ডিং কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত আছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

২০১৪ সালের আগস্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দেয় জিম্বাবুয়েতে জন্ম নেওয়া হ্যালসলকে। চার বছর দায়িত্ব পালন করে গত ২০ মার্চ বিদায় নেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *