আংটি আটকে গেলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘসময় আঙুলে আংটি পরে থাকার কারণে সেটি আটকে যেতে পারে। ভয় পেয়ে যাওয়ার কারণ নেই। মাথা ঠাণ্ডা রেখে কয়েকটি উপায় অবলম্বন করে খুব সহজেই খুলে আনেত পারেন আঙুলের আংটি।
ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন হাত

আংটির আশেপাশে খানিকটা লিকুইড ডিস সোপ ঢেলে দিন। আংটি ঘুরিয়ে নিন বারকয়েক যেন ভেতরে প্রবেশ করতে পারে সোপ। ধীরে ধীরে উপরের দিকে টেনে খুলে ফেলুন।
একইভাবে বডি লোশনের সাহায্যেও খুলে আনতে পারেন আটকে যাওয়া আংটি।
লিকুইড ডিশ সোপ

ডেন্টাল ফ্লস বা সুতার সাহায্যে খুলতে পারেন হাতের আংটি। সুতা আংটির নিচ দিয়ে প্রবেশ করিয়ে গিঁট দিয়ে নিন। ধীরে ধীরে উপরের দিকে টেনে খুলে ফেলুন।
একটি বাটিতে ঠাণ্ডা পানি নিন। পানিতে কয়েকটি বরফের টুকরা ছেড়ে দিন। আংটিসহ হাত ডুবিয়ে রাখুন পানিতে। যতক্ষণ সহ্য করা সম্ভব হয় ততক্ষণই ডুবিয়ে রাখুন হাত। হাত বের করে আংটি ধীরে ধীরে উপরের দিকে টানুন। খুলে আসবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *