‘সুলতান’ আসছে শুক্রবার 


জুলাই ১৬ ২০১৮

Spread the love

বিনোদন ডেস্ক: প্রস্তুতি ছিল ৬ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। কিন্তু সেটি হয়নি।
পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানাচ্ছে আগামী ২০ জুলাই এটি আসছে।

তথ্য মন্ত্রণালয় লিখিত অনুমতির পর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবি। বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটি জানায়, গত সপ্তাহে এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। তাই এটির মুক্তি নিয়ে আরও কোনও সমস্যা নেই।
‘সুলতান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়।
‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। এর প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস! তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন