নিজস্ব প্রতিনিধি: লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, এলজিএসপি কর্মকর্তা আজাদুল ইসলাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা শাখার উপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান প্রমুখ।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর জেলা সমন্বয় সভায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, সুপেয় পানিসহ এলজিএসপি-৩ এর বরাদ্ধের ব্যয় বিশ্লেশণ বিয়য়ে আলোচনা করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী।
Leave a Reply