এই যে পাহাড়, আকাশ-মাটি কিংবা নদীর জল
কার নিয়মে, কার হুকুমে চলছে অবিরল
নেই কোথাও দেয়াল কারো কিংবা কোনো ভাগ
পাইনা খুঁজে তাদের মাঝে রাগ বা অনুরাগ।
কে দিয়েছে এই মহা-ধন, কার কাছে আজ ঋণী
তাঁর পরিচয়, বিচার দিনের মহান মালিক যিনি।
তাঁর কাছে নেই উঁচু-নিচু কিংবা জাতের ভেদ
তাঁর কাছে নেই ধনী গরীব ভিন্ন পরিচ্ছেদ।
তাঁর পৃথিবী ভাগ করে আজ আমরা রাজা-রানী
কারো জন্য সুখ খুঁজে দিই, কাউকে পেরেশানি
কেউ ভরা পেট, কেউ হা-ভাতে কেমন নীতিমালা!
দুঃশাসনের এই জগতে বাড়ছে শুধুই জ্বালা।
এই পৃথিবী সবার জন্য, সবার সমান ভাগ
দেয়াল দিয়ে কোন কাপুরুষ দেখাচ্ছে দেমাগ!
তাঁর যৌবন আর কতোকাল? ফিরতে হবে ঘরে
অথৈ নদে রোহিঙ্গারা মৃত্যু লড়াই করে।
Leave a Reply