কুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের সাথে ইউএনওর ইফতারী
প্রতিবেদকের নাম :
হালনাগাদের সময় :
শুক্রবার, ৮ জুন, ২০১৮
৬৫১
সংবাদটি পড়া হয়েছে
গতকাল দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের ভিক্ষুকদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি সদস্য রওনাক উল ইসলাম, শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম, প্রেম কুমার , অচন্ত মন্ডল, ভরত চন্দ্র সরকার, ইউপি সদস্যা শ্যামলী রানী, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুলিয়া ইউপি সচিব মোঃ ফারুক হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ভিক্ষুকদের মাঝে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শিমাই চিনি ও জেলা পরিষদ সদস্য আলফার পক্ষ থেকে লাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
Leave a Reply