সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦ স.ম. আলাউদ্দিন এর ২২তম শাহাদত বার্ষিকির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাতক্ষীরার বহু সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ¦ স.ম. আলাউদ্দিন এর ২২তম শাহাদত বার্ষিকি উপলক্ষ্যে গতকাল সাতক্ষীরা চেম্বার ভবনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সভাপতি নাছিম ফারুখ খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল মান্নান ও শহীদ স.ম. আলাউদ্দিনের শ্যালক বি,এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে চেম্বারের কনিষ্ঠ সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুুকুল, দৈনিক পত্রদূতের সহ-সম্পাদক সাখাওয়াত উল্যাহ, সাতনদীর নিবার্হী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীরসহ চেম্বারের পরিচালকবৃন্দ যথাক্রমে শেখ কামরুজ্জামান মুকুল, কাজী মনিরুজ্জামান, মোঃ আব্দুল মান্নান, শেখ আবুল বাসার পিয়ার, মোঃ সহিদুল হোসেন, জিএম মনিরুল ইসলাম মিনি, মোঃ জাকির হোসেন, সৈয়দ শাহিনুর আলী, শেখ কামরুল হক চঞ্চল, শেখ মহাসিন, গোলাম আজম, দীনবন্ধু মিত্র ও মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ স.ম. আলাউদ্দিনের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা ফিরোজ আহম্মেদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *