হালদায় মা মাছের মৃত্যুর মিছিল : সংশ্লিষ্ঠরা উদ্বিগ্ন

দূষণে বিপর্যস্ত হালদা নদী। মরে ভেসে উঠছে মা মাছ। ভেসে উঠছে মৃগেল, বড় বড় আইড়, কাতলা, বাইন, টেংরা, পুটি, চিংড়িসহ নানান প্রজাতির মাছ বা অন্য জলজ প্রাণী। তবে সবই মৃত। আর এই দৃশ্যদেখে কোপালে চিন্তার ভাঁজ পড়েছে হালদাপাড়ের মানুষের। কারণ ওদের বেঁচে থাকার অবলম্বন এই হাল নদীর মা মাছেরা। কদিন ধরে পানি ওপর মা মাছেরা মরে ভেসে উঠছে। এদিকে হালাদার এই বিপর্যয় দেখে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে সচেতন মহলের। তারা বলছেন হালদা বাঁচাতে এখনই আন্দোলনের ডাক দিতে হবে।

জানা গেছে, ক‘দিন আগের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তলিয়েছে জেলার ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের নিম্নাঞ্চল। ওই পানি নামার পর কয়েকদিন ধরে হালদার মাছ মরে ভেসে ওঠার বিষয়টি দৃষ্টিতে আসে নদীপাড়ের বাসিন্দাদের। একদিন আগে বৃহস্পতিবার অল্প পরিসরে দেখা গেলেও বৃহস্পতিবার দেখা যায় মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর মাছ ও জলজপ্রাণী মারা গেছে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, খবর পেয়ে হালদা-কর্ণফুলীর মোহনা থেকে নদীটি পরিদর্শন করেছি। দূষণে বিপর্যস্ত হালদার পানি। মাছ মরে ভেসে উঠছে। ২/৩ কেজি থেকে শুরু করে ১৫ কেজির রুই মাছও রয়েছে এই মৃতমাছের সারিতে।

তিনি বলেন, গবেষণার জন্য ১৫ কেজি ওজনের মৃগেল মাছ মাটি দিয়েছি। পরে কঙ্কাল সংগ্রহ করা হবে। এর আগে এই নদীতে কয়েক মাস আগে হালদার অনেক ডলফিন মরে ভেসে উঠেছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *