সাতক্ষীরা জেলা ফুটবল দল সিলেট জেলা ফুটবল দলের সাথে ১-১ গোলে ড্র করেছে

নিজস্ব প্রতিনিধি: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় সিলেট জেলা ফুটবল দলের সাথে ১-১ গোলে ড্র করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। রবিবার ঢাকা কমলাপুর মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম সিলেট জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর খেলায় সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। পরে সিলেট জেলা ১টি গোল করে খেলায় সমতা আনে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল প্রতিদ্বদ্বিতা করে কোন দল গোলের দেখা পায়নি। সেই সুবাধে সাতক্ষীরা জেলা দল ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে খেলার সুযোগ লাভ করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আগামী ০৫ জুন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল খেলায় অংশ নেবে। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *