নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন গাইন। এছাড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসুদেব কুমার, সন্দিপ কুমার রায়, ইন্সট্রাক্টর আবু তাহের, সন্তোষ কুমার মন্ডল, নাজমুল, এস এম মফিজুল ইসলামসহ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা। সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পায়। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজিয়েছেন। সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার বদ্ধ পরিকর। যা অন্য কোন সরকারের পক্ষে ইতোপূর্বে সম্ভব হয়নি। শিক্ষাক্ষেত্র ছাড়াও দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। সারা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান।
Leave a Reply