মাদক সন্ত্রাস জঙ্গীবাদে জড়িত ব্যক্তি ও তাদের তদবীরকারীরাও পার পাবে না .: উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

বিশেষ সংবাদদাতা: মাদক সন্ত্রাস জঙ্গীবাদে জড়িত ব্যক্তি ও তাদের তদবীরকারীরাও পার পাবে না কঠোর হস্তে দমন করা হবে। পারমানবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কার মাদককে না বলুন ও মাদক সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত দেশগড়ি। আপনারা জানেন ইতি মধ্যে সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে সকলকে সজাগ হওয়ার আহবান জানিয়েছেন। সরকারের একর পক্ষে মাদক মুক্ত দেশ গড়া সম্ভব নয় আমরা যদি সকলে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করি তাহলে আগামী দিনের ভবিষ্যত ছাত্র ও যুব সমাজকে মাদকের এই ভয়ঙ্কার ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে। যারা মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদে জড়িত তাদেরকে চি‎ি‎হ্নত করে আইনের আওতায় আনতে গোপনে তাদের নাম ঠিকানা প্রশাসনের কাছে দিয়ে যাবেন। আপনাদের নাম প্রকাশ করা হবে না তা গোপন রাখা হবে এ বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষিত যুব আতœকর্মী এবং যুব সংগঠনের সদস্যবৃন্দের অংশ গ্রহনে বিআরডিবি হলরুমে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী জনসচেতনামূলক প্িরশক্ষণ-’১৮ উদ্বধন ঘোষনা করে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ আসনের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাসী আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম উপরোক্ত কথা গুলি বলেন। উপজেলা সহকারী কমিশনার মিজাবে রহমতের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা এসএস আজিজুল হক ও সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান,সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের,বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *