ভোমরা প্রতিনিধি: সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ মো. আল-ফেরদাউস (আলফা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী, শাঁখরা কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ আহম্মেদ ইকবাল, ইউপি সদস্য সাজ্জাত আলী, জালাল উদ্দীন মোল্যা, মোসলেম আলী, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, আব্দুল গণি, সাহেব আলী এবং সংরক্ষিত ইউপি সদস্য, হামিদা খাতুন, আম্বিয়া খাতুন-১ ও আম্বিয়া খাতুন-২ প্রমুখ।
ভোমরা ইউনিয়নের জনগনের অগ্রাধিকারভিত্তিক ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন পরিকল্পনা হিসাবে ১ কোটি ৭৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন খাতওয়ারি আয় ও ব্যয় হিসাবে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
Leave a Reply