সংবাদ বিজ্ঞপ্তি: জেলায় ভেজাল ও অসাধু কর্মকান্ড প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার আহম্মেদ এর সভাপতিতে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষিষ্ঠ হয়। সভায় বক্তারা সাতক্ষীরা জেলায় মাছ চাষ বেশি হওয়ায় মাছ চাষের বিভিন্ন দিক বাজারজাত ও বৈদেশিক মুদ্যা বেশি আয় করা জন্য কিভাবে মাছ চাষ করাযায় তার উপরে আলোচনা করেন। তাছাড়া বাগদা মাছ বিদেশে রপ্তানি হওয়ায় অনেক অসাধু ব্যবসায়ী তাতে বেশি অপদ্রব্য মিশিয়ে তার মান নষ্ট করছে তার পথিকারসহ মাছ চাষের নানান বিষয়ে আলোচনা করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহৎ অধিদপ্তর এর খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বয়রা খুলনা এর মহৎ উপ-পরিচালক মোঃ আব্দুল অদুদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনুদ্দিন, বাংলাদেশ সিং এবং শিষ ফাউন্ডেশন এর ডিরেক্টর শফিউল আহম্মেদ, বি এস এফ এফ এর জাহিদ পারফেজ ও রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি অধ্যক্ষ আবু-অহমেদ, সাধারণ সম্পাদক আঃ বারী, মহৎ ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলা, ডি সি অফিসের অনিন্দিতা রায়, ডিওএফ সাতক্ষীরা এর নাজমুল হক, বি এস আর আরডি এর রফিকুল ইসলাম, ডিএফ সাতক্ষীরা এর ইনেন্সক্টর রাশিদুল ইসলাম, উপস্থিত ছিলেন বিজিবির আমন উল্লাহ ও শফিউর রহমান, কোস্ট গার্ড শ্যামনগর এর মাহবুব আলম, এমও এস-পি এল এর জি এম মোনায়েম, ফারিসা এগ্রো ফার্ম এর প্রতিনিধি মিজানুজ্জামান, ডিও এফ সাতক্ষীরা এর সাহিদুল, ডিও এফ শ্যামনগর এর ফারুক হোসাইন, ডেপশিয়া ফুডস্ লি: এর জি এম সাইফুজ্জামান, এস ইউ এফও সাতক্ষীরা এর লুৎফর রহমান, রিপন কান্তি, সেরাজ কুমার, মোঃ বদিরুজ্জামান প্রমুখ।
Leave a Reply