শহর প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার হস্তক্ষেপে অবৈধ দখলীয় দোকান ফারুক ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পাকাপোলস্থ ফারুক ইলেকট্রিকে গিয়ে সদর থানা পুলিশের উপস্থিতিতে পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শেখ আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথীর নির্দেশে দোকানটি বন্ধ করে তালাবদ্ধ করা হয়।
এ ব্যাপারে পাশ্ববর্তী দোকান জালাল ইলেকট্রিকের মালিক মো. শাহাজালাল জানান, ১৪৪৯৯ দাগে পৌরসভার ২৭ ফুট জায়গা জাল দলিল করে ২০০৭ সাল থেকে ভোগ-দখল করে আসছে ফারুক ইলেকট্রিকের মালিক ফারুক।
সে সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকায় স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীর প্রভাব দেখিয়ে পৌরসভা থেকে আমার ডিসিআরকৃত জায়গাসহ পৌরসভার ২৭ ফুট জায়গা জবর দখল কওে নেয় ফারুক।
জাল দলিলের মাধ্যমে নিজ দখলে রাখতে পৌরসভার সম্পত্তিকে অস্বীকার করে পৌরসভাকে বিবাদী করে একটি মামলা করে।
সে মামলায় আদালতে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় সে মামলায় হেরে যায় ফারুক এবং মামলাটি সেফকাষ্টোডি হয়েছে। আজ ২৭ জুন বুধবার পৌরসভার মাসিক মিটিং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
Leave a Reply