জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুননাহার ঝর্ণার মৃত্যুতে এমপি রবি’র    ও জেলা মহিলা আওয়ামীলীগের শোক

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মমতাজুননাহার ঝর্ণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।শোক বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল।  এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের শোক

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন ও সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরাসহ জেলা মহিলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।  সবার প্রিয় মমতাজুননাহার ঝর্ণা ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান। সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরা মহিলা আওয়ামীলীগ ও জাতীয় মহিলা সংস্থাকে সংগঠিত করে অধিকার সম্মান আদায়সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল। তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। জেলা মহিলা আওয়ামীলীগসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *