কালিগঞ্জ ব্যুরো: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা সম্পাদক, আধুনিক সাতক্ষীরার রূপকার, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ আলহাজ¦ স.ম আলাউদ্দীন এর ২২ তম শাহাদাৎ বার্ষিকীতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তাঁর খুনীদের দ্রুত বিচার নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত এর বিশেষ প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনষ্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সাধারণ সম্পাদক এড. জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। স্মরণ সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন ও তার রূহের মাগফিরাত কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসিত সেন, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক শেখ মুরাদুল হোসেন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, দৈনিক দৃষ্টিপাত’র ব্যুরো প্রধান শেখ আবু হাবিব, দৈনিক পত্রদূত এর কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি সহকারী শিক্ষক আফজাল হোসেন, পত্রদূত’র চাম্পাফুল প্রতিনিধি ও চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিএম বারী, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ ফারুক হোসেন, তাথৈ ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী বাবলা আহম্মেদ প্রমুখ। শহীদ আলহাজ¦ স.ম আলাউদ্দীন এর রূহের মাগফিরাত কামনা, দৈনিক পত্রদূত’র উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক পত্রদূত’র মৌতলা ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মো. আকরাম হোসাইন।
Leave a Reply