আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে শিশু শ্রম প্রতিরোধ দিবস- ২০১৮ পালন করা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে এবং আশাশুনি এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে বুধহাটা পিএফএ (০২) এর অন্তর্ভুক্ত ৫০ জন শিশু, ভিডিসি সদস্য, পিতামাতা সহ মোট ৮০ জন অংশগ্রহনকারী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
“প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, ভিডিসি সভাপতি মোমিনুর রহমান, প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিড সাহা ও চাইল্ড প্রোটেকশন অফিসার দিপল বিশ্বাস, আশাশুনি এপি উপস্থিত ছিলেন।
আ ব মা মোছাদ্দেক বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয় -এর উপর শিশুদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং শিশুশ্রম প্রতিরোধকল্পে গণস্বাক্ষর অভিযান ব্যানারে স্বাক্ষরের মাধ্যমে অঙ্গীকার করেন।
এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে ৩ জন বিজয়ী শিশুকে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply