আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা থেকে মানিকখালীতে নির্মাণাধীন ব্রিজের চোরাই রড উদ্ধার করা হয়েছে। উপজেলার মানিকখালী নামক স্থানে খোলপেটুয়া নদীর উপর বিশাল ব্রীজের নির্মান কাজ চলছে। এখানে হাজার হাজার টন রড ব্যবহার করা হচ্ছে। রডসহ কাজে ব্যবহৃত সরঞ্জাম রক্ষার জন্য নদীর দু’পারে দু’জন পাহাদার দায়িত্ব পালন করে থাকে। পবিত্র ঈদ উল ফিতর এর ছুটিতে শ্রমিকরা যখন বাড়িতে চলে যায়, তখন মালামাল পাহারার জন্য দু’জন বাড়িয়ে ৪ জনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ছুটির মধ্যে ব্রীজের কাজে ব্যবহৃত রড চোরাই পথে বিক্রয় করা হয় বলে জানাযায়। শুক্রবার সকালে গোয়ালডাঙ্গা বাজারের কাছে নদীর চরে একটি নৌকায় কিছু রড এবং নৌকার পাশে নদীর পানিতে ডুবানো আরও কিছু রড স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে এসআই আঃ আজিজ ঘটনাস্থানে পৌছে গোয়ালডাঙ্গা গ্রামের ইন্তাজ সরদারের পুত্র মাঝি/নৌকা মালিক বাবু সরদারের নৌকা থেকে কিছু ও নৌকার পাশে নদী থেকে কিছু সর্বমোট অনুমান ১২/১৩ মন রড উদ্ধার করেন। রডগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে, নৌকাটি স্থানীয় মিল মালিকের জিম্মায় রাখা হয়েছে। ব্রীজের কাজের পিএম জাহাঙ্গীর হোসেন জানান, ব্রীজের ম্যানেজার বিষয়টি সম্পর্কে যোগাযোগ করছেন এবং মালামাল থানায় ও নৌকা স’ মিল মালিকের হেফাজতে আছে। সাইটের কেউ রড বিক্রয় করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দারোগা আঃ আজিজ ঘটনাস্থানে গিয়ে মালামাল উদ্ধার করেছেন। মালিকপক্ষ অভিযোগ দায়ের করলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply