স্ট্রোকে হয়ে পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)।

বুধবার সকালে ঈদের ছুটি শেষে কর্মস্থলে আসার পথে ফরিদপুর বাসষ্ট্যান্ডে তিনি ষ্ট্রোক করেন। স্থানীয় জনগণ তাঁকে চিকিৎসার জন্য ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাট ফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলী মোল্যার ছেলে।

পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জল মৈত্র জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা পুলিশ গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, তিনি চলতি বছরের ২৬ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *