কালিগঞ্জ সংবাদদাতা: কালিগঞ্জের রতনপুরে ফার্নিসার ক্রায়কে কেন্দ্র করে গোলোযোগে বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী গাজীকে পিটিয়ে জখম করেছে কাঠ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার রতনপুর বাজারে। মারাত্বক আহত অবস্থায় মুক্তিযোদ্ধা আফসার আলীকে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এব্যাপারে কালিগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গান্ধুলিয়া গ্রামের সুরাত আলী শেখের পুত্র মোঃ আজগার আলী শেখ কাঠ মিস্ত্রির ফার্নিসারের দোকানে একটি খাট ক্রায়ের জন্য বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজী দুজনে খাট ক্রায়ের জন্য কাঠ মিস্ত্রি আজগার আলীর সাথে চুক্তি বদ্ধ হয়। পরবর্তিতে যুক্তি অনুযায়ী খাটটি সঠিক নিয়মে তৈরি না হওয়ায় ও কাঠের গুনগত মান নিয়ে কাঠ মিস্ত্রী আজগার আলী শেখের সাথে মুক্তিযোদ্ধা এরশাদ আলী গাজীর কথা কাটাকাটি হয়। তার স্বপক্ষে বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজী প্রতিবাদ করলে এক পর্যায়ে কাঠ মিস্ত্রি আজগার আলী শেখের নিদের্শে দোকান কর্মচারীরা কাঠ ও বাশের লাঠি দিয়ে এলপাতাড়ি ভাবে বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজী (৬৫)কে মাথায় আঘাতসহ বেধম পারপিট করে। তার ডাক চিৎকারে স্থানীয় ভান চালক ও অন্যান্য ব্যাক্তিরা এগিয়ে এসে রক্তাত্ব জখম অবস্থায় মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গনেষপুর গ্রামের আজগার আলী, আশরাফুল শেখ, রফিক গাজীকে আসামী করে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধাকে অন্যায় ভাবে মারপিট করায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে আনসার আলী।
Leave a Reply