নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত সাতনদী পত্রিকায় গত ১৫ জুন এর সখ্যায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করারর অভিযোগে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। গত ২১ জুন সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বার্তা সম্পাদক মোজাফফর রহমানকে ডাকযোগে নোটিশ পাঠানো হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পক্ষে অ্যাড. এসএম শরিফ আজমীর হুসাইন স্বাক্ষরিত লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন সাতনদী পত্রিকার প্রথম পাতায় ‘জেলা পরিষদের সদস্যরা তহবিল লুটপাটে বেপরোয়া’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অফিস সজ্জিতকরণ ও কক্সবাজার ভ্রমনে অবৈধভাবে তহবিল থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের সচিবের কক্ষের নেমপ্লেট সরিয়ে সেখানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমানের অফিস করা হয়েছে। আসবাবপত্র ও এসি বাবদ অবৈধভাবে সাড়ে তিন লাখ টাকা খরচ করা হয়েছে। টেন্ডার ছাড়াই জেলা পরিষদের তহবিল থেকে ওইসব টাকা খরচ করা হয়েছে। ক্রয় কমিটি করে অবৈধভাবে তার সভাপতি করা হয়েছে সৈয়দ আমিনুর রহমানকে। ১৯ জন সদস্যের জন্য ২০ লাখ টাকা খরচ করে অফিস সাজানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কক্সবাজার ভ্রমন বাবদ জেলা পরিষদ তহবিল থেকে তিন লাখ টাকা খরচ করা ও আপ্যায়ন খরচ বাবদ চেয়ারম্যান সাহেক প্রতি মাসে ২০ হাজার ও সদস্যরা ১০ হাজার টাকা নিয়ে থাকেন। স্বাক্ষ্য প্রমাণাদি ছাড়াই এ ধরনের মিথ্যা, ভুয়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করে নোটিশ প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
Leave a Reply