কালিগঞ্জে বিধোবার সাথে জমি নিয়ে বিরোধ থানায় মামলা

 

সুকুমার দাশ বাচ্চু :কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের বিধোবা হামিদা খাতুনের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ওমর আলী (৫০) জোর পূর্বক বসত বাড়িতে প্রবেশ করে মারপিট, ভাংচুর ও ক্ষতি গ্রস্থ করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কালিগঞ্জ থানায় হামিদা খাতুন বাদি হয়ে ওমর আলীর নামে ২৭ মে মামলা দায়ের করেছে। ধারা ৪৪৭/৩২৩/২৪/৩২৬/৩০৭/৭৯/৫০৬/ পি.সি রুজু করা হয়। থানায় এজাহার সূত্রে জানাগেছে হামিদা খাতুনের পৈত্রিক জমি নিয়ে আইন জিবি ওমর আলীর সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওমর আলী আইন জিবি হওয়ায় তার বিধোবা আপন বোন হামিদা খাতুনকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও মানুষিক চাপ প্রয়োগ করে জোর পূর্বক অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা করে আসছে। গত ২২ মে বেলা আনুমানিক সাড়ে ১২ টায় হামিদা খাতুনের বাসত বাড়িতে ওমর আলী জোর পূর্বক প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজমিস্ত্রী মোশারাফের কাজ বন্ধ করে দেয়। মোশারাফের হাত কেটে রক্তত্ব জখম হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মামলা হলে আসামী বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের খ্যায় ক্ষতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদীর বিরুদ্ধে আদালতে হায়রনির জন্য মামলা করেছে। বাদি নিরাপত্তা হীনতায় ভুকছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *