হয়তো ততোখানি জমকালো হবে না আমাদের উৎসব
পরিপূর্ণতা নাও পেতে পারে পারিবারিক ঐতিহ্যে,
অথবা সমাজ, সংস্কৃতি, ধর্ম আর পৃষ্ঠপোষকতার;
জনাকীর্ন আনন্দদোলায় সাময়িক নৃত্যকলা
প্রদর্শিত নাও হতে পারে; শুধু একমুঠো
আজন্ম ভালোবাসার দৃঢ় অঙ্গিকারে
প্রার্থনার সাথে সাদাকালো জীবন কাটানোর বিশ্বাসে
শুধু একটি সরল প্রেমের আপোষ হতে পারে।
প্রার্থনা- তোমার কপালে শ্বেত চুম্বন এঁকে
আমি অর্জন করতে চাই প্রমিথিউসের শপথ শক্তি,
তোমার আলিঙ্গন স্পন্দনে আমি খুঁজে পেতে চাই
পূণর্বার বেঁচে উঠবার অফুরন্ত সম্ভাবনা।
হয়তো এ উৎসবের ভিতরে লুকিয়ে আছে
আরো আরো বৃহৎ প্রেমের উৎসব।
Leave a Reply