শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর জলবায়ু পরিষদের উদ্যোগে আইলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রগতি’র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদ সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি শেখ হারুনর রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, জাসদ নেতা আলতাফ হোসেন, প্রগতির সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইলার আটটি বছর পেরিয়ে গেলেও এখনও আইলার ক্ষত কাটিয়ে উঠা সম্ভব হয়নি। উপজেলার নদী সংলগ্ন ইউনিয়ন গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, আটুলিয়া, কাশিমাড়ি রমজাননগসহ উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের সংস্কার করা হয়নি। এখনও আইলার দুর্গত অনেক পরিবার বেড়ী বাঁধে রয়ে গেছে। আসন্ন জাতীয় বাজেটে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ইউপিতে বাজেট বরাদ্দ করতে হবে।
উল্লেখ্য, ২৫ মে ২০০৯ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আইলার আঘাতে বাংলাদেশের সবচেয়ে বেশী ক্ষতি হয় উপকুলীয় এলাকা। উপকুলীয় এলাকার মধ্যে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় মারাতœক ক্ষতি হয়। বিশেষ করে উপজেলার গাবুরা ইউনিয়ন তলিয়ে যায় পানির নিচে। অর্ধশত মানুষ মারা যায়। হাজার হাজার মৎস্য প্রকল্প, পুকুর, ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায়। জলচ্ছাসে কাঁচা ও আধা পাকা ঘর বিদ্ধস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ।
Leave a Reply