আশাশুনিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন

আশাশুনি ব্যুরো: বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান। উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কামরুন নাহার কচির সভাপতিত্বে ও সেক্রেটারী জি এম সাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলা একাডেমীর জীবন সদস্য অধ্যাপক সালেহা আকতার। বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম জামান ও সাংগঠনিক সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর, উপজেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, ফজলুল হক ও শিক্ষক সেলিনা আকতার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধান চন্দ্র মন্ডল, প্রভাষক ডাঃ শিবপদ সরকার, মনোরঞ্জন সরকার ও এসপি অনীল কৃষ্ণ সরকার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী আসলাম ও গীতা পাঠ করেন মনোরঞ্জন সরকার। অনুষ্ঠানে কবি রুস্তম আলি ও কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব ও প্রফেসর জাফর ইকবাল ও হুমায়ন আযাদসহ অন্যদের উপর হামলার প্রতিবাদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সাথে নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *