শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জিপিএ-৫ অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা, জ্যামিতি বক্স, সাইকেল বিতরণ করা হয়েছে। একই সাথে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *