নিজস্ব প্রতিনিধি: কাথন্ডা বাজার পরির্দশন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম।
গত বুধবার সকালে এ পরিদর্শনে সহায়তা করেন জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ প্রশাসন।
এসময়ে বাজারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাসী পঁচা খাবার রাখা, ওজনে কম দেওয়া, মিস্টির প্যাকেট ও দইয়ের খুলির অস্বাভাবিক ওজন, ট্রেড লাইসেন্স রিনিউ না করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে মিলন মিষ্টান্ন ভান্ডার ও আমজাদ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৪৩সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৪৫০০ টাকা জরিমানা করা হয়। এসময়ে জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
Leave a Reply