নুরনগর(শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে ৪০দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নুরনগর ইউনিয়ন পরিষদ কতৃক এই কর্মসূচির জন্য অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৩৩জন কে তালিকা ভুক্ত করা হয় এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা-ে তাদেরকে কাজ করানো হয় কিন্তু তালিকায় ৩৩ জনের নাম থাকলেও সরেজমিনে গিয়ে মাত্র ২৬জন কে পাওয়া যায়। এছাড়া তালিকার আর বাকি লোক গুলোর খোঁজ খবর নিতে গেলে উক্ত কর্মসূচির দলপতি নুর মোহম্মাদ চকিদার বলেন, আমরা ২৬জন এই কর্মসূচির কাজ করছি আর লোক শুধু টাকা তোলার সময় আসে, সই করে টাকা নিয়ে যায়। সেই নাম না জানা ৭ জনের খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে কিছু অনাকাঙ্খিত তথ্য। নুরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেবাশীষ ঘোষ ও ওর্য়াড আ”লীগ নেতা আবু হাসান গাজী ওরপে হাসান চৌধুরী, মোফাজ্জেল হোসেন পাগল, দিলিপ রক্ষিতের নামে অচ্যুত রক্ষিত, নিমাই মন্ডল, মুসলিমা, কামরুন্নাহার নামে কর্মসূচির তালিকা করে টাকা লুটপাট চলছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে নুরনগর ইউপি সচিব মোঃ আবু হেনার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি মাঠ পর্যায়ে পরিদর্শন করিনা, এবিষয় ওর্য়াডের ইউপি সদস্য বলতে পারবে। ১নং ওর্য়াড ইউপি সদস্য আব্দুল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যাইনি। এ বিষয় নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি, বাড়ীতে এসে বিষয়টি তদন্ত করে দেখবো।’
Leave a Reply