সংবাদ বিজ্ঞপ্তি: জলাবদ্ধতা, সুপেয় পানির সঙ্কট, ড্রেনেজ সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমোল্লারডাঙ্গীতে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় স্থানীয় বাসিন্দা সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক তফরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলু, যুগ্ম আহ্বায়ক শুধাংশু শেখর সরকার, ইঞ্জিনিয়ার মো. আবেদুর রহমান, আনোয়ার জাহিদ তপন, নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ ক ম রেজোয়ান উল্লাহ সবুজ, সাতক্ষীরা পৌর আ. লীগের যুগ্ম আহ্বায়ক ও নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য মো: রাশেদুজ্জামান রাশি, হাফিজুর রহমান মাসুম, ইকবাল লোদী প্রমুখ।
স্থানীয় নাগরিক সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এড. জিল্লুর রহমান (২), এড. রুহুল আমিন, ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, আবু তালেব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী, মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির আশরাফ আলী, নজরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির নি¤œমান ও অপর্যাপ্ততা, দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা প্রভৃতি বিষয় সমাধানে সম্মিলিতভাবে আন্দোলন করার প্রয়োজনীতার কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন থেকে এসব সমস্যা নিয়ে নাগরিকরা চরম ভোগান্তিতে থাকলেও পৌরসভা ও স্থানীয় বিভিন্ন সরকারি সংস্থার অবহেলার তা সমাধান করা হচ্ছে না। বরং দিনদিন নাগরিক সুবিধা সঙ্কুচিত হয়ে আসছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুল হক।
Leave a Reply