সখিপুর প্রতিনিধি: দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি, পথসভা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিভিন্ন সংগঠন। মহান মে দিবস উদ্যাপন উপলক্ষ্যে গত মঙ্গলবার সকালে পারুলিয়া বাসস্টান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমীক লীগের সভাপতি আবু তাহের।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আলোচনা সভায় উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা শ্রমীক লীগের সহ-সভাপতি এশারাত আলী, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, মহিলা সম্পাদিকা মাছুরা সাথী, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরাণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আসমোতুল্যা আসমান, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ বিভিন্ন পর্যয়ের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
ত্রি-হুইলার সমিতি, দেবহাটা:
দেবহাটায় বন্ধু কল্যাণ ত্রি-হুইলার মালিক সমিতির উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত মঙ্গলবার বনবিবি বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিন্দ্রা শ্রমিক সমিতির সভাপতি মিজানুর রহমান। সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, জেলা ত্রি-হুইলার মালিক সমিতির সহ-সম্পাদক আক্তারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ত্রি-হুইলার মালিক সমিতির যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার প্রমুখ।
Leave a Reply