তমিজ উদ্ দীন লোদী’র কবিতা : সন্ধ্যা ঠেলছি রাত্রি ঠেলছি

 

 সন্ধ্যা ঠেলছি রাত্রি ঠেলছি

তমিজ উদ্ দীন লোদী

সেই কখন থেকে আমারা সন্ধ্যা ঠেলছি রাত্রি ঠেলছি
স্যাঁতস্যাঁতে ভেজা অন্ধকার ঠেলছি
জড়ানো আঁধারকুচি ঠেলে-ঠেলে আমরা প্রত্যুষ ও আলো খুজছি।
সেই ধ্বনি, বাতাস আর সমুদ্রের নীল খুঁজছি।

স্তব্ধতা ফুঁড়ে বুনো ফুলের সৌরভ খুজছি
চকিতে দেখা একটি মায়া হরিণের অবয়ব
পিক শব্দে উড়ে যাওয়া একটি কোকিল
অদৃশ্য ভাস্কর্যের মনোদর্পণ খুঁজছি।

খুঁজছি প্রায় হারানো একটি তাম্প্রলিপি
আঁধারের পলেস্তরায় যা ঢেকে গেছে দীর্ঘকাল
খুঁজছি বৃষ্টিস্নাত ফুলসমেত একটি কদম শাখা
খুঁজছি আমাদের দোআশঁলা ভ্রান্তিবিলাস
ভাঙা আয়না, ভুলের টুকরো, উন্মাদোপম কথামালা
খুঁজছি রক্তক্রোধ ও রুপোলি আগুন
খুঁজছি হারানো ছন্দমাত্রা মিল-অন্ত্যমিল
চতুর্দিক ঘন হয়ে আসা ঠান্ডা মেঘময়তা
আর তার থেকে ঝরে যাওয়া শ্রাবণ কি আষাঢ়ের বৃষ্টি।
খুঁজছি একটি হারানো কৌটো যা প্রত্যুষ আলো ও উজ্জ্বলতার প্রতীক।
খুঁজছি একটি গ্রামফোন রেকর্ড যাতে প্রচ্ছন্ন হয়ে আছে
আমাদের হারানো সব গান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *