কুলিয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইমাদুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ সভায় নীতিমালার আলোকে সকল ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন প্যানেলে ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম ১০ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১, সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্যা ফতেমা খাতুন ৮ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-২ এবং ০৬নং ওয়ার্ড ইউপি সদস্য প্রেম কুমার ০৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়।
উল্লেখ্য, গত ২৫ মে২০১৬ তারিখে গঠিত প্যানেল চেয়ারম্যান-১ বিকাশ সরকার শারিরিক অসুস্থতা দেখিয়ে ০৯.০৫.২০১৮ তারিখে লিখিত দরখাস্তে দায়িত্ব পালনে অসম্মতি জানায়। এবং প্যানেল চেয়ারম্যান-২ রওনাকউল ইসলাম রিপন ও প্যানেল চেয়ারম্যান-৩ শিরিনা রসুল ব্যক্তিগত কারণে ০২.৫.০১৮ তারিখ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করে। সে কারণে পরিষদ পরিচালনার জন্য নীতিমালার আলোকে পূর্বের প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *