নিজস্ব প্রতিনিধি: মামলাবাজ মাদক ব্যবসায়ী মহিলা কর্তৃক এক কলেজ ছাত্রের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের বাশারাত উল্লাহ সরদারের স্ত্রী নুর নাহার বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের মেয়ে মামলাবাজ মাছুরা বেগম আমার বড় ছেলে নাসির উদ্দিন কালিগঞ্জ ডিগ্রি কলেজে পড়া অবস্থায় তাকেসহ পরিবারের সদস্যদের নামে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যে মামলা দায়ের করে। কালিগঞ্জ থানা পুলিশ মাছুরার দ্বারা প্রভাবিত হয়ে গত ৭ জানুয়ারি আমার বাড়িতে গিয়ে আলমীরা ভেঙ্গে ব্যাংকের চেক ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গত বছর ৩১ ডিসেম্বর আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় ওসি সুবির দত্ত। এছাড়া মামলা রেকডের তিন দিন আগে ২৪ জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে তিনদিন থানায় আটকে রাখে। পরে উক্ত মামলায় আমার ছেলে নাসিরসহ আমরা সকলে আদালত থেকে জামিন পাই। এই খবর পেয়ে বাদি মাছুরা বেগম আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং নানা ধরণের ষড়যন্ত্র করতে থাকে।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ মে মাছুরা বেগম, আবু বাক্কার, সফুরা খাতুন ও ইউনুচ আলী পূর্ব পরিকল্পিতভাবে আমার বাড়িতে ঢুকে আমাকে ও আমার স্বামীসহ ছোট ছেলে মোহনকে এবং বড় ছেলে নাসির উদ্দিনকে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে উল্লেখিতরা আমাদেরকে মারপিট করে। আমার কাপড় টেনে শ্লীলতাহানি ঘটায়। তাদের ভয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তিনি বহু বিবাহের নায়কিা মামলাবাজ মাদক ব্যবসায়ী মাছুরা বেগম গংদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply