কবিগুরু রবীঠাকুর
ভেজা কদম আজকে দিলাম,
বাঙালিদের কবি ঠাকুর।
তার চরণে ফুল
বন বনানী, সবুজ মাঠ,
নদ ও নদীর কূল।
একুশ, বাইশ, তেইশে
কথার গুরু, গানের ঠাকুর,
কোনখানে আজ নেই সে?
কবি রবীর প্রভা জ্বলে
দীর্ঘ দিবস, দীর্ঘ রাতে,
আমায় জেগে থাকতে বলে।
আমিও জেগে থাকি
বুকের ভিতর-মনের পাতায়
সোনার বাংলা আঁকি।
Leave a Reply