নেই


মে ১১ ২০১৮

Spread the love

রুমান হাফিজ

নদীর ঘাটে নাও নেই
সবুজ শ্যামল গাঁও নেই।
ফলফলাদির গাছ নেই
খালবিলেতে মাছ নেই।

শস্য ভরা মাঠ নেই
জমজমাট আর হাট নেই।
রাখাল বাঁশির সুর নেই
পাখির গানে ভোর নেই।

আম কুড়ানোর দিন নেই
কিচ্ছা বলা জিন নেই।
পিঠা পুলির ধুম নেই
নেই সাথে চাষ জুম নেই।

ঢেউ ভরা আর নদ নেই
গ্রাম্য মোড়ল পদ নেই।
কানামাছির খেল নেই
শর্ষে ক্ষেতের তেল নেই।

ছন-চালের ঐ ঘর নেই
ধূ-ধূ বিশাল চর নেই।

ছয় ঋতুর আজ দেশ নেই
‘নেই সবই’ তার শেষ নেই।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন