কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী পল¬ীর জয়নগরে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উক্ত খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। জয়নগর চারদলীয় শাপলা স্মৃতি কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়নগর শাপলা জাতীয় সংঘ। উক্ত খেলায় রানার্সআপ হয় এ.আর দুরন্ত কিংস। ম্যানঅফদা সিরিজ নির্বাচিত হয় ইয়াসিন আরাফাত। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউপি সাবেক সদস্য আনোয়ার হোসেন, বিশেষ অতিথি আব্দুল গফুর, কাশিমাড়ী ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাবিবুল¬াহ পাড়, সাংবাদিক ডি এম আব্দুল¬াহ আল মামুন, আমির হোসেন ঢালী, আবু হীনা মিন্টু, মাহমুদ শেখ, গাজী আব্দুর রহমান, মোহর আলী শেখ, ফজলুর রহমান প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দেলোয়ার হোসেন ও রানার্সআপ দলের অধিনায়ক রায়হান হোসেন এর হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত খেলার সার্বিকভাবে পরিচালনা ও আয়োজনে ছিলেন জয়নগর প্রিমিয়ার ক্রিকেট লীগ চেয়ারম্যান দেরোয়ার হোসেন। সমগ্র খেলা পরিচালনা করেন, রবি দাস ও জাহিদ হাসান।
কাশিমাড়ীতে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
মে ১১ ২০১৮