আশাশুনিতে বজ্রপাতে নিহত-১


মে ১০ ২০১৮

Spread the love

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বজ্রপাতে একজনের মৃত্যু ও একটি ঘরের অংশ বিশেষ পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড বজ্রপাত, বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া উপজেলার অধিকাংশ এলাকার উপর দিয়ে বয়ে যায়। এসময় আশাশুনি সদরের কোদন্ডা বিলে মৎস্য ঘেরে শেওলা উঠাচ্ছিলেন ঘের মালিক মতিন পাড় (৪০)। মতিন পাড় কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল্লাহ পাড়ের পুত্র। তিনি তার বড় খালু আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের আঃ রাজ্জাকের বাড়িতে বসবাস করেন এবং মৎস্য ঘেরে মৎস্য চাষ করে আসছিলেন। নেটের মধ্যে শেওলা নিয়ে ঘেরের বাঁধের উপর দিয়ে চলাচলের সময় অকস্মাৎ বজ্রপাতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। এদিকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের পূর্ব পাশে একটি বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এলুমনিয়াম ব্যবসায়ী আলহাজ¦ আঃ গফুরের উক্ত বাড়িতে বজ্রপাত ঘটলে বিদ্যুতের পাখাসহ অনেককিছু পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন