নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের নিলেখালী, নাজনেখালী, খানপুর সার্বজনীন মহাশশ্মান মন্দিরে ৩দিনব্যাপি মহাশশ্মান কালী পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষ্যে আগামী ১৩এপ্রিল থেকে শুরু হয়ে ১৫এপ্রিল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূজার প্রথম দিন ১৩এপ্রিল সন্ধ্যায় ভগবত অনুষ্ঠান, দ্বিতীয় দিন সকালে মহামায়ার প্রসাদ বিতরণ, শেষ দিন ১৫এপ্রিল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে প্রতিমা বিসর্জ্জনের মাধম্যে শেষ হবে ৩দিনব্যাপি এ মহাশশ্মান কালী পূজা।
নিলেখালী, নাজনেখালী, খানপুর গ্রামবাসী ও যুব কমিটি আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, নিলেখালী, নাজনেখালী, খানপুর সার্বজনীন মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি বাবু দিপঙ্কর সরকার, সাধারণ সম্পাদক বাবু প্রভাস বিশ্বাস, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসনে, ইউপি সদস্য শাহাদাত হোসেন, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।
Leave a Reply