মরণ ফাঁদে পরিণত হয়েছে বহেরা থেকে কুলিয়া ব্রীজ পর্যন্ত সড়ক

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার থেকে কুলিয়া ব্রীজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটিতে খানা-খন্দক, গর্ত, ভাঙ্গন এত বেশী যে, যান চলাচল তো দূরের কথা হেঁটে চলাচলও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সাতক্ষীরায় সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষ্যে পুষ্পকাটি ভাটা থেকে বহেরা বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা ও কুলিয়া ব্রীজ থেকে কুলিয়া বাজার পর্যন্ত সড়কটি তড়িঘড়ি করে কোনভাবে সংস্কার করা হয়। কিন্তু মাঝখানের ১কিলোমিটার রাস্তাটি আর সংস্কার করা হয়নি। সে রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ সড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হলেও সংস্কারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ সড়কে ছোট-বড় সড়ক দূর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার এখন সময়ের দাবি। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা থাকে। সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গর্তগুলো একাকার হয়ে যায়। কোথাও কোথাও গর্তের পরিমাণ আরো বেশি। সড়ক ও জনপদ বিভাগ শুকনো ইট দিয়ে দায়সারা সংস্কার করেছে মাঝে মধ্যে। বৃষ্টি না হলে ধূলা আর বৃষ্টি হলে কাদা এটা নিয়মে পরিণত হয়ে পড়েছে। এলাকাবাসী রাস্তাটির দ্রুত সংস্কার দাবি করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *