বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল: সেতুমন্ত্রী

 ডেস্ক রিপোর্ট: ‘বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল-আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশ, মাটি ও দেশের জনগণ।’

আজ শুক্রবার বিকেলে ফেনী সদরের ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘বিএনপি বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের তা দরকার হয়নি। তারা সামরিক শাসনে থাকার সময় দল গঠন করে রাজনীতিতে পা রেখেছিলেন।’ খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছেন আদালত, আবার আদালতই তাঁকে মুক্তি দিতে পারেন। এখানে সরকারের কিছু বলার নেই।’

নির্মানাধীন ওভারপাসের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘চলতি বছরের ১৫ মে’র মধ্যে এর অর্ধেক কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং, জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে রেলওয়ে ওভারপাসটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সহায়তায় আল আমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *