দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্যান্সারে আক্রান্ত রুগীদের আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধীদের মাঝে ক্রেস ও ওয়াকার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এসব সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে সহায়তা বিতরণ করেন নবগত জেলা প্রশাসক ইফতেখার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, এলজিইডি অফিসার মোমিনুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্টার পার্থ প্রতিম মুখার্জ্জি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর লতিফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, যুব উন্নয়ন অফিসার ইসমোত আরা বেগম, বিআরডিবি অফিসার ইসরাইল হোসেন, পল্লী দারিদ্র বিমোচন অফিসার অসিত বরণ রায়, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শাহরিয়ার মাহফুজ রঞ্জু, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ সরকার, খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। অনুষ্ঠানে ৫জন ক্যান্সারের আক্রান্ত রুগীকে ৫০ হাজার করে মোট আড়াই লক্ষ টাকার সহায়তা প্রদান এবং ২৪ জন প্রতিবন্ধীকে ক্রেস (হাটার উপকরণ) এবং ২৪জন প্রতিবন্ধীকে ওয়াকার (দাঁড়ানোর উপকরণ) প্রদান করা হয়।
Leave a Reply