পাইকগাছা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, জনগণের উন্নয়নের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গতকাল আ’লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাহিনী দ্বারা নির্বাচনে জেতার দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দীর্ঘ ৪৫ বছর ধরে বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বাকী জীবনে পাইকগাছা-কয়রার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ অঞ্চলের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি সহ বিজ্ঞানী পিসি রায়, শহীদ এম,এ গফুর, ডাঃ সেলিমের নামে ব্রীজ ও সড়ক নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন। বিকাল ৩টায় পৌর সদরের শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, ড. মসিউর পতœী রওশানারা ইভা রহমান, জেলা আ’লীগনেতা ডাঃ মোহাঃ শেখ শহিদ উল্লাহ, নুরুজ্জামান, রফিকুল ইসলাম রিপন, পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কে,এম, আরিফুজ্জামান তুহিন, আমির আলী গাইন, জেলা পরিষদ সদস্য খালেদিন রশিদী সুকর্ণ ও হাবিবুল্লাহ বাহার, গাজী নজরুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, আকতারুজ্জামান সুজা, বিভূতি ভূষণ সানা, সুকৃতি মোহন সরকার, প্রভাষক ময়নুল সলাম, মাসুমা আক্তার, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, এস,এম, শামছুর রহমান, কাজল কান্তি বিশ্বাস, আবুল কালাম আজাদ, জহুরুল হক সানা, সায়েদ মোড়ল কালাই, কুদ্দুস সানা, আব্দুল ওহাব বাবলু, আব্দুল্লাহ আল-মামুন, শফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, মিজানুর রহমান সহ স্তরের দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply