বসন্তের কথা বলেছিলে তুমি
বসন্তে ফুল ফোটার কথা বলেছিলে
দগ্ধ দুপুরে দুরন্ত পথিকের কথা বলেছিলে
মেঘের ঘরে বৃষ্টির ঘুমিয়ে থাকার গল্প বলেছিলে
সবুজ আনন্দে নতুন পাতারা জেগে ওঠে
ভাটিয়ালি গন্ধে দুলে ওঠে বাতাসের বুক
পলাশের ঝরে পড়া মুগ্ধতায় তুমি
রক্তের উচ্ছ্বাসে জেগে ওঠা মানুষের কথা বলেছিলে
অথচ তোমার বসন্তে
কোকিল ডাকার কোনো কথা বলতে পারোনি
যে বসন্তে কোকিল ডাকে না
আমি তাকে খোঁড়া বসন্ত বলেই ডাকি।
Leave a Reply