কুল্যা প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নানের বাড়ির পাশের সরকারি রাস্তার পাশে বৃহৎ আকৃতির ৩টি শিশু গাছ ছিল। মূল্যবান এ গাছ ৩টি স্থানীয় মেছের আলী সরদারের পুত্র নূর ইসলাম কাঠ ব্যবসায়ী শাহাজাহান আলির কাছে বিক্রয় করে দিয়েছেন। গাছ ৩টির মধ্যে একটি কেটে তার অনেকগুলো কাঠ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটির ডালপালা কেটে গাছ কেটে নেওয়ার পর্যায় রয়েছে। এলাকাবাসী বাধা দিলেও তারা কর্ণপাত করেনি। স্থানীয়রা জানান গাছ ৩টি ১৫/২০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। এব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ বারী বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে মাপজোক করে খাস জমির গাছ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply