কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর জয়নগর পলি¬তে পুকুরে বিষ দিয়েছে দূর্বত্তরা। ফলে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে বলে দাবি করছেন পুকুরের মালিক। জানা যায়, কাশিমাড়ী ইউপির ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোল্যা জহুরুল ইসলামের ৫ বিঘা জমির একটি পুকুরে রবিবার মধ্যরাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে ঐ পুকুরে আবাদ করা রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষাধিক টাকার সাদা মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। তার সাথে ছিলেন ইউপি সদস্য রাজগুল ইসলাম, অবঃপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজাহান কবির প্রমুখ। এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান এস এম আব্দুর রউফ বলেন, যারা এই মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করেছে তাদের কে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা সমাজের শত্রু তাদেরকে খুজেবের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এব্যপারে পুকুরের মালিক ইউপি সদস্য মোল্যা জহুরুল ইসলাম জানান, আমি বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। হটাৎ গত রবিবার রাতের আধারে কে বা কারা শত্রুতামূলক ভাবে আমার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। কে বা কারা বিষ প্রয়োগ করেছে তা এখনো উৎঘাটন করা যায়নি এমনটা জানান পুকুরের মালিক মোল্যা জহুরুল ইসলাম।
Leave a Reply